শীতকাল আসতে না আসতেই স্কিনের (Winter Skin Care ) নানা ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। জেরবার হয়ে যায় মানুষ (Winter Skin Care ) । কিন্তু সব থেকে বেশি সমস্যা দেখতে পাওয়া যায় ঠোঁটে (Winter Skin Care ) । শীত পড়ল কি পড়ল না, ঠোঁট ফাটা শুরু হয়ে যায় (Winter Skin Care ) । কিন্তু কিছু টোটকায় খুব সহজেই এই ঠোঁট ফাটা থেকে সহজে মুক্তি পাওয়া যায় (Winter Skin Care ) ।
শীতকালে ঠোঁট ফাটা (Winter Skin Care ) থেকে মুক্তি পেতে অনেকে বাজার চলতি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন (Winter Skin Care ) । কিন্তু এই পেট্রোলিয়াম জেলি ব্যবহার (Winter Skin Care ) করা কখনই উচিত নয়। এতে সংক্রমণ বাড়তে থাকে (Winter Skin Care ) । কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে, যা থেকে সহজেই এর থেকে মুক্তি পাওয়াা (Winter Skin Care ) যায়।
১। ঠোঁট ফাটার হাত থেকে বাঁচতে হলে ঠোঁটের আদ্রতা বজার রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর্দ্রতা ধরে রাখতে হলে মৃত কোষ সরিয়ে ফেলাটা প্রয়োজন। চিনি গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে এক্সফোলিয়েট করতে পারেন। কাঠবাদামের সঙ্গে চিনি গুঁড়ো মিশিয়েও এক্সফোলিয়েট করতে পারেন।
২। বাইরে বেরোলে অনেকেই ঠোঁটে লিপস্টিক পরেন। কিন্তু বাড়িতে ফিরে এসে আর সেই লিপস্টিক তোলেন না। এই রকম হওয়া ভাল নয়। তাই বাড়ি ফিরে রাসায়নিক দেওয়া লিপস্টিক তুলতে অ্যালোভেরা রিমুভার ব্যবহার করতে পারেন।
৩। শুষ্ক ঠোঁটের যত্ন নিতে হলে অতিরিক্ত ময়েশ্চারাইজার দেওয়া লিপস্টিক মাখুন। রাতে ঘুমোতে যাওয়ার সময়ে ভিটামিন ই বা শিয়া বাটার দেওয়া লিপ বাম লাগাতে পারেন।
৪। রাতে শুতে যাওয়ার সময় ঠোঁটের যত্ন নিতে ভুললে চলবে না। তাই রাতে শুতে যাওয়ার আগে মধুর সঙ্গে তিলের তেল মিশিয়ে সেই মিশ্রণ লাগিয়ে শুতে যান। এতে ঠোঁট আর্দ্র থাকে।