Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • ভ্রমণ
  • Darjeeling: সান্দাকফুতে বেড়াতে এসে মৃত্যু দমদমের তরুণীর! মৃত্যুর কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা
রাজ্য

Darjeeling: সান্দাকফুতে বেড়াতে এসে মৃত্যু দমদমের তরুণীর! মৃত্যুর কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা

dead bodyy
Email :11

দার্জিলিংয়ে (Darjeeling) সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু হল ২৮ বছরের তরুণী। ওই তরুণীর বাড়ি দমদমের অশোকনগর এলাকায়। বন্ধুদের সঙ্গে ওই তরুণী সান্দাকফু  (Darjeeling)  বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার তাঁরা সন্দাকফু(Darjeeling)   থেকে টুমলিঙে নেমে আসেন। মঙ্গলবার রাতে টুমলিঙের (Darjeeling)  একটি হোমস্টেতে ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন (Darjeeling) । তাঁকে বন্ধুরা হাসপাতালে ভর্তি করান(Darjeeling) । কিন্তু সেখানেই চিকিৎসকরা তাঁকে (Darjeeling) মৃত বলে ঘোষণা করেন।

অঙ্কিতা প্রথমে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরে এসেছিলেন। রাতে বন্ধুদের নিয়ে ওঠেন টুমলিঙে একটি হোমস্টে-তে। রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা প্রথমে তাঁকে নিয়ে যান সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যুবতীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর সঠিক কারণ অবশ্য এখনও জানা যায়নি।

২৮ বছরের পর্যটকের মৃত্যুর ঘটনায় বুধবার শোকপ্রকাশ করেছেন পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ। তিনি বলেন, ‘‘মর্মান্তিক ঘটনা। ওই পর্যটক সান্দাকফু থেকে ঘুরে টুমলিঙে নেমেছিলেন৷ টুমলিঙে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।’’

মৃতার বাবা এদিন সাংবাদিকদের বলেন, শনিবার তিনি বাড়ি থেকে রহনা দিয়েছিলেন। মঙ্গলবার বিকেলেও মেয়ের সঙ্গে কথা হয়েছে। মেয়ের এমনি কোনও শারীরিক অসুস্থতা ছিল না। হঠাৎ করে কী হল বোঝা যাচ্ছে না। ৫ তারিখ দেহ কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নভেম্বর মাসেই দার্জিলিং থেকে সান্দাকফুতে যাওয়ার সময় এক পর্যটকের মৃত্যু হয়েছিল। তাঁকেও দার্জিলিঙের সুখিয়াপোখরি প্রাথমিক হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। মৃতের নাম আশিস ভট্টাচার্য (৬৫)। তিনি ছিলেন কলকাতার ভবানীপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান, উচ্চতার জেরে রক্তচাপ এবং শ্বাসকষ্টের সমস্যায় ওই পর্যটক মারা যান।

Your email address will not be published. Required fields are marked *

Related Posts