বাংলাদেশ (Bangladesh) অনেকাংশে ভারতের আমদানি করা পণ্যের ওপর নির্ভর করে। বাংলাদেশ (Bangladesh) শুধু ভারতের আমদানি করা পণ্যের ওপর নির্ভর করে তা নয়, চিকিৎসা, বিদ্যুৎ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও নির্ভরশীল (Bangladesh) ।
শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর থেকে বাংলাদেশে (Bangladesh) অরজকতার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে বার বার ভারত বিরোধী স্লোগান উঠছে। ভারতের পতাকাকে বার বার অপমান করা হচ্ছে। ভারতের পতাকা অপমান করার পর থেকে একাধিক কঠোর বার্তা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে হিলি সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশে আলু রফতানি করা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে আলু রফতানি বন্ধ করলে বিপদে পড়বে সেদেশের মধ্যবর্তীরা। এর আগেও ভারতের থেকে আমদানি করা ডিম বা অন্যান্য পণ্য যখন বাংলাদেশে পৌঁছায়নি, তখনও বাংলাদেশে তার দাম অদ্ভুত বেড়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে আলু রফতানি বন্ধ হয়ে গেলে, সে দেশে আলুর দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাবে। ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মধ্যবিত্ত বাঙালি।
অন্যদিকে, যে বাংলাদেশীরা নিজেদের কাজে, ঘুরতে বা চিকিৎসা করাতে ভারতে এসেছিলেন, তাঁরা ভয় পাচ্ছেন, যে কোনও মুহূর্তে সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে। তাই পেট্রপোল সীমান্তে বাংলাদেশীদের ভিড় চোখে পড়ার মতো। তবে বাংলাদেশের বর্তমান বিশৃঙ্খল অবস্থায় তাঁরা নিজেদের দেশে যেতেও ভয় পাচ্ছেন। কেউ এসেছিলেন ভারতে এসেছিলেন আত্মীয়ের বাড়িতে। কেউ বা এসেছিলেন কলকাতায় চিকিৎসা করাতে। ভারতে থেকেই তাঁরা বাংলাদেশের পরিস্থিতিতে সম্পর্কে জানতে পারেন। বুঝতে পারেন, ক্রমাগত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। যে কোনও মুহূর্তে সীমান্ত বন্ধ হতে পারে বলে ভারতে থাকা বাংলাদেশীরা আতঙ্কিত হতে শুরু করেন। তার জেরেই বাংলাদেশে ফেরার তাড়া দেখা দিয়েছে সে দেশের নাগরিকদের। তবে নিজের দেশে ফেরার পরেও কতটা সুরক্ষিত থাকবেন তাঁরা সেই নিয়ে প্রশ্ন উঠছে তাঁদের মনেই।