নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) আরও এক অভিযুক্তের জামিন হল। এবার অয়ন শীল নামের এক অভিযুক্তের জামিন হয়েছে (Recruitment Scam) বলে জানা গিয়েছে। হাইকোর্ট থেকে তাঁর জামিন মঞ্জুর করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) তদন্ত করতে গিয়ে ইডি পুরো নিয়োগ দুর্নীতির যোগ পাওয়া যায়। তারপরেই অয়ন শীলকে গ্রেফতার (Recruitment Scam) করা হয়। সোমবার শর্ত সাপেক্ষে অয়ন শীলের জামিন মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, ২০ মার্চ ২০২৩ এ নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে মুক্তি জামিন পেয়েছেন অয়ন শীল। তবে অয়ন শীলের পাসপোর্ট জমা রাখতে হবে। মোবাইল নম্বর তিনি বদল করতে পারবেন না। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে বলে জামিনে শর্ত দেওয়া হয়েছে অয়ন শীলকে।
নিয়োগ দুর্নীতিতে যোগ থাকার অভিযোগে তৎকালীন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলকে গ্রেফতার করে ইডি। কিছুদিন আগেই তৃণমূল নেতা শান্তনু মুখোপাধ্যায় জামিনে মুক্ত হয়েছেন। এবার জামিন পেলেন অয়ন শীল। তদন্তকারী সংস্থার অভিযোগ, অয়ন আট এজেন্টের মাধ্য়মে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা তুলেছিলেন। সেই টাকা গিয়েছিল সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। অয়ন শীল ইমেলের মাধ্যমে সন্তুকে সেই তালিকা পাঠাতেন। সেই তালিকা পৌঁছত কুন্তলের কাছে। অন্যদিকে, সুপ্রিম কোর্টে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি পিছিয়ে যায়। সোমবার সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি ছিল। আগের শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, ইডি ও সিবিআই হেফাজতে কতদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, তা রিপোর্ট আকারে পেশ করতে হবে। এই রিপোর্ট রবিবারের মধ্যে সুপ্রিম কোর্টে পেশ করার কথা ছিল। কিন্তু সিবিআই বা ইডির তরফে রবিবারের মধ্যে রিপোর্ট পেশ করা হয়নি। কিন্তু ইডি বা সিবিআই সোমবার সকালে রিপোর্ট পেশ করে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতিরা।