Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • Uncategorized
  • Bollywood: কেন আচমকা অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন বিক্রান্ত মেসি! আসল কারণ সামনে আনলেন বলিউডের পরিচালক
Uncategorized

Bollywood: কেন আচমকা অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন বিক্রান্ত মেসি! আসল কারণ সামনে আনলেন বলিউডের পরিচালক

Email :11

সদ্য বিক্রান্ত মেসির সিনেমা (Bollywood) দ্য সবরমতি রিপোর্ট রিলিজ করেছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে প্রেক্ষাগৃহে সেই সিনেমা (Bollywood) দেখার কথাও ছিল। অন্যদিকে, ২০২৪ সালে একের পর এক হিট সিনেমা (Bollywood) উপহার দিয়েছেন। এই পরিস্থিতি বিক্রান্ত মেসি রবিবার রাতে হঠাৎ করেই অভিনয় ছাড়ার ঘোষণা (Bollywood) করেন। আচমকা তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়েছেন বিনোদন জগৎ (Bollywood)। বিক্রান্ত মেসির অনুগামীদের মধ্যে শোকের ছায়া (Bollywood)। অনেকেই যেমন তাঁকে শুভকামনা জানিয়েছেন। আবার অনেকেই তাঁর এমন সিদ্ধান্তের পিছনে আসল কারণ জানতে আগ্রহী (Bollywood)।

বিক্রান্ত মাসের এই অপ্রত্যাশিত অবসর ঘোষণা নিয়ে মুখ খুলেছেন পরিচালক সঞ্জয় গুপ্তা, অপূর্ব আসরানি সহ আরও অনেকেই। এক্ষেত্রে বিক্রান্তকে পূর্ণ সমর্থন করেছেন সঞ্জয়, তিনি অবশ্য বিক্রান্তের এই সিদ্ধান্তকে বিরতি হিসাবেই দেখতে না, অবসর নয়।

পরিচালক সঞ্জয় গুপ্তা বিক্রান্তের এই অবসর নেওয়ার সঙ্গে হনসল মেহতার একদা ইন্ডাস্ট্রি ছাড়ার কথা ঘোষণার সঙ্গে তুলনা করেছেন। সঞ্জয় তাঁর X (পূর্বের টুইটার)এ লিখেছেন, ২০০৮ সালে হনসল মেহতা ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে, মুম্বই ছেড়ে চলে যান। পরিবারের সঙ্গে তিনি লোনাভালার মালাওয়ালি নামে একটা ছোট্ট গ্রামে থাকতে শুরু করেন। সেসময় তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন। এরপর ২০১২ সালে তিনি ফের ফিরে এসে ‘শাহিদ’ছবিটি বানিয়েছিলেন, যেটা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি ছিল। এর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার ক্যারিয়ারের সেরা করে ফিরে এসেছিলেন এবং আর পিছনে ফিরে তাকাননি।

আরও দুটি টুইটে সঞ্জয় গুপ্তা লেখেন, ‘আপনি কি বুঝতে পারছেন যে এটা করতে কতটা সাহস লাগে? ওঁর একটা পরিবার আছে, তাঁদের দেখাশোনা করার জন্য সমস্ত কিছু থেকে দূরে চলে যাওয়া এবং আর কখনও ফেরার সম্ভাবনা না থাকা সত্ত্বেও এটা থেকে দূরে চলে যাওয়া? এর জন্য সাহস, দৃঢ়তা আর কী পরিমান বিশ্বাস লাগে! এক অর্থে বিক্রান্ত ম্যাসেও সেই একই কাজ করছেন (হনসল মেহতার মতো)।’

সঞ্জয় গুপ্তার কথায়, প্রতিযোগিতা, নিরাপত্তাহীনতা, ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতার এই সময়ে একজন অভিনেতার খানিক বিরতি লাগে, বাবা, স্বামী এবং পুত্র হিসাবে নিজের কর্তব্যগুলিতে মনোনিবেশ করার জন্য সাহস লাগে। তার প্রশংসা করা উচিত, সমালোচনা করা উচিত নয়।’ 

বিক্রান্তের সিদ্ধান্তকে সমর্থন করেছেন অভিনেত্রী দিয়া মির্জাও।

তবে বিক্রান্তের অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বেচ্ছায় নাকি এটা অন্য কোনও কিছুর ফল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক অপূর্ব আসরানি। এমনকি তিনি তাঁর বিক্রান্ত অভিনীত ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত এই ছবিটি ২০০২ সালে গুজরাটের গোধরা ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার উপর ভিত্তি করে নির্মিত।

অপূর্বর কথায়, ‘দ্য সবরমতী রিপোর্ট ছবিতে কাজ করেই সবথেকে বড় ভুল করেছেন বিক্রান্ত। তার উপর তিনি প্রকাশ্যেই বর্তমান সরকার সমর্থন করে মারাত্মক ভুল করেছেন। উনি ভুলে গেছেন যে এতবড় প্ল্যাটফর্ম, প্রযোজকরা, মিডিয়া এবং পুরস্কারগুলি উদারপন্থী। যাঁরা এখন আর তাঁর প্রতিভাকে প্রাপ্য দেবে না। জেগে ওঠো নয়তো নিজেকে ভাঙো বিক্রান্ত মাসে।’

Your email address will not be published. Required fields are marked *

Related Posts