এক বিজেপি নেত্রীর (BJP Leader) অস্বাভাবিক মৃত্যুতে দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। ওই বিজেপি নেত্রী (BJP Leader) সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। গুজরাটের সুরাটে এক বিজেপি নেত্রীর (BJP Leader) মৃত্যু হয়েছে। দাবি করা হচ্ছে, ওই বিজেপি নেত্রী (BJP Leader) আত্মহত্যা করেছেন। বিজেপি নেত্রীর (BJP Leader) স্বামী ও তিন সন্তান রয়েছে। গুজরাট পুলিশ ইতিমধ্যে তদন্ত করতে শুরু করেছে।
গুজরাট পুলিশের তরফে জানানো হয়েছে, দীপিকা প্যাটেল নামের এক বিজেপি নেত্রী আত্মহত্যা করেছেন। এক কাউন্সিলর ও তার পরিবার তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক জানিয়েছেন, তিনি গলায় দড়ি দিয়েছিলেন। তবে কোনও সুইসাইড নোট মেলেনি। তাঁর ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জানিয়েছে পুলিশ।
এদিকে পুলিশ জানিয়েছে, দীপিকা চিরাগকে ফোন করেছিলেন। বলছিলেন খুব চাপে আছি। হয়তো আর বাঁচব না। একথা শুনেই দীপিকার বাড়িতে যান চিরাগ। সেখানে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অন্য় ঘরে তাঁর সন্তানরা ছিল। এদিকে পরিবারের লোকজনও বলতে পারছেন না কেন তিনি মানসিক অবসাদে ছিলেন। পুলিশ ইতিমধ্য়েই ফোন কল যাচাই করে দেখছে। তারা পুলিশকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে পুলিশ চিরাগকেও জেরা করছে। চিরাগ জানিয়েছেন, তাকে বোন হিসাবেই দেখতাম। তবে পুলিশ তাকে জেরা করে আসল কারণ জানার চেষ্টা করছে।