হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে (Bangladesh) অরাজকতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়েছে। কিন্তু কোনওভাবে বাংলাদেশের (Bangladesh) নাগরিকরা জানতে পারেন, কোনও ব্যক্তি ভারতীয় হিন্দু। তারপর নির্ধারিত আক্রমণ নেমে আসবে। সেই নির্যাতনের গল্প শোনালেন বাংলাদেশের (Bangladesh) বাসিন্দা সায়ন ঘোষ। ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়ে নৃশংস ঘটনার মুখে পড়েছিল। পাথর মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। কোনও রকমে প্রাণ হাতে তিনি দেশে ফিরে আসেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের সঙ্গে হওয়া নৃশংস ঘটনার কথা বলেন। তাঁর চোখে মুখে তখনও আতঙ্কের রেশ স্পষ্ট। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঢাকায় তিনি বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। যেদিন ফেরার কথা ছিল, সেদিনই বিপদ হয়। তিনি বলেন, “আমি নভেম্বরের ২৩ তারিখ গিয়েছিলাম বাংলাদেশের ঢাকায়। সেখানে আমার এক বন্ধুর বাড়ি। আমার কাছে পাসপোর্ট ছিল। সম্পূর্ণ বৈধভাবে গিয়েছিলাম সেখানে। ২৬ তারিখ বাড়ি ফেরার কথা। রাতের ট্রেন ছিল। সেই কারণে বন্ধু বলল চল সকালবেলা ঘুরে আসি। সাড়ে আটটার দিকে বের হই আমরা।”
নিজের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সায়ন। তিনি বলেন, “সেই সময় কয়েকজন বাংলাদেশি মুসলিম যুবক মিলে আমায় ঘেরাও করে জিজ্ঞাসাবাদ করে। আমায় বলছে তোকে তো কখনও দেখিনি। তোর ধর্ম কী? আমি বললাম আমি ইন্ডিয়ান। হিন্দু। তারপর কোনায় নিয়ে গিয়ে পকেট থেকে টাকা পয়সা ফোন ছিনতাই করে। আমি বাধা দিতে গেলে আমার মাথা পাথর মেরে ফাটিয়ে দেয়। চোখে ছুরি চালায়। গভীরভাবে আহত হই।” তিনি বলেন, আগেও দুবার বাংলাদেশে গিয়েছেন। কোনওদিন এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। আমার বন্ধুর পরিবার কেন একজন হিন্দু ভারতীয়কে আশ্রয় দিয়েছে, সেই নিয়ে তারা আতঙ্কে রয়েছে।