Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Awas Yojana: আবাস যোজনায় কাটমানির টাকা চাইতেই পিটিয়ে খুন! গ্রেফতার তৃণমূল নেতা
রাজ্য

Awas Yojana: আবাস যোজনায় কাটমানির টাকা চাইতেই পিটিয়ে খুন! গ্রেফতার তৃণমূল নেতা

dead bodyy
Email :13

আবাসের (Awas Yojana) কাটমানির টাকা ফেরত চেয়েছিলেন। আর তা ফেরত চাইতেই পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (Awas Yojana)। মুর্শিদাবাদের রঘুনাথ গঞ্জের ঘটনা (Awas Yojana)। ইতিমধ্যে তৃণমূল নেতা মিঠু শেখকে (Awas Yojana) পুলিশ গ্রেফতার করেছে রঘুনাথ গঞ্জের পুলিশ।

শনিবার সন্ধ্যার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগ আবাস তালিকায় নাম তোলার জন্য টাকা দিয়েছিলেন কালু শেখ নামের এক ব্যক্তি। কিন্তু যখন আবাসের তালিকা প্রকাশ বের হয়, তখন দেখা যায় কালু শেখের নাম নেই। তালিকা প্রকাশের পর কাটমানির টাকা চাইতে গিয়েছিলেন, তখনই তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত হন কালু শেখ নামে ওই ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কালু শেখের অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে এনআরএসে স্থানান্তরিত করা হয়।  রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে মৃতের পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। কালু শেখের মৃত্যপর পর রঘুনাথগঞ্জ উত্তপ্ত হয়ে পড়ে। বাম-কংগ্রেসের নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। কিন্তু তারপরেও অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে না পুলিশ। পরে পরিস্থিতির চাপে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। মৃতের স্ত্রী জানিয়েছে, মিঠু শেখ প্রত্যেকের কাছে দুই হাজার টাকা করে নিয়েছে। আমার ঘরের লোকটা যে চলে গেল। আমি বিডিওকে সব বলবো। মিঠু শেখের পাশে নেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, “আমাদের নেত্রী কেন্দ্রীয় প্রকল্পের শেয়ার টাকা পাননি। এখানে স্বার্থান্বেষী মানুষ টাকা তুলছেন, প্রতিবাদ করতে গিয়েই খুন হয়েছেন। যে ঘটনায় যুক্ত, তার কঠোর শাস্তি চাই।”

Your email address will not be published. Required fields are marked *

Related Posts