বাংলাদেশের (Bangladeshi Patients) পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের পাশাপাশি ভারতের পতাকার চরম অপমান করা হয়েছে (Bangladeshi Patients) । বাংলাদেশে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর পরিস্থিতি আরও বদলে যায়। ঘটনায় সরব হয়েছে বিভিন্ন মহল। একাধিক চিকিৎসক বাংলাদেশী রোগীদের দেখবেন (Bangladeshi Patients) না বলে জানিয়ে দিয়েছেন। মানিকতলার একটি হাসপাতাল বাংলাদেশী রোগীদের (Bangladeshi Patients) চিকিৎসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে উত্তরবঙ্গের এক চিকিৎসক (Bangladeshi Patients) অভিনব সিদ্ধান্ত নিয়েছেন।
শেখর বন্দ্যোপাধ্যায় নামে ওই চিকিৎসক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের স্পেশাল মেডিক্যাল অফিসার। শিলিগুড়ি তাঁর চেম্বারে প্রবেশের ঠিক আগে ভারতের পতাকা টাঙানো রয়েছে। সেখানে পরিষ্কার লেখা রয়েছে, সবাইকে বিশেষ করে বাংলাদেশী রোগীদের পতাকা প্রণাম করে চেম্বারে ঢুকতে হবে। লেখা রয়েছে, “ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।”
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাদেশে আমার দেশের জাতীয় পতাকার অবমাননা দেখে কষ্ট পেয়েছি। একজন চিকিৎসক হিসেবে রোগীদের ফিরিয়ে দিতে পারি না। কিন্তু, যাঁরা আমার দেশে চিকিৎসার জন্য আসছেন, তাঁদের আমার দেশ ও জাতীয় পতাকাকে সম্মান করতে হবে।” পাশাপাশি তিনি বলেন, “যে সরকারি হাসপাতালে কাজ করি, সেখানে তো কাউকে ফিরিয়ে দিতে পারি না। কিন্তু, শিলিগুড়িতে আমার চেম্বারের সামনে জাতীয় পতাকা টাঙিয়ে ওই বার্তা লিখে রেখেছি। যাঁরা আমার দেশকে সম্মান জানাবেন না, তাঁদের চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব নয়।”
অন্যদিকে, বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ ইন্দ্রনীল সাহা বাংলাদেশী রোগীদের চিকিৎসা করা বন্ধ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “BUET ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা! চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা রাখবো সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন।”