Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • ভাইরাল
  • Viral News: বুড়ো বয়সে ভীমরতি! কখন, কীভাবে, কেন এই ভীমরতি হয়?
ভাইরাল

Viral News: বুড়ো বয়সে ভীমরতি! কখন, কীভাবে, কেন এই ভীমরতি হয়?

old man
Email :14

একটা কথা রয়েছে, বুড়ো বয়সে ভীমরতি (Viral News)। কথাটা কিন্তু একেবারেই কথার কথা নয়। সত্যিকারেই বুড়ো বয়সে মানে একটা বয়স (Viral News) একটা পর্যায় পৌঁছালে ভিমরতি বা মতিভ্রম দেখতে পাওয়া যায় মানুষের মনে (Viral News)। কিন্তু কোন বয়সে (Viral News) মানুষের মতিভ্রম হয়?  কী ধরনের মতিভ্রম হয়?

অভিধান ঘাঁটলে ভীমরতি কথার যে অর্থ খুঁজে পাওয়া যায় তা হল কান্ড জ্ঞানহীন যে বা বার্ধক্যজনিত নির্বুদ্ধিতা। পুরাণেও এই ভীমরতির কথা উল্লেখ রয়েছে। পুরাণে এই বয়সটাও উল্লেখ করা হয়েছে। পুরাণ মতে সাতাত্তর বছর সাত মাসের সপ্তম রাত্রিকে বলে ভীমরতি। মনে করা হয় এই রাতের পরেই মানুষের জীবনে এক বিশাল পরিবর্তন আসে। এই বয়সে অনেক মানুষ শিশুর মতো অবোধ আর যুবকের মতো কান্ডজ্ঞানহীন আচরণ করে। স্বাভাবিকের থেকে আচরণে এক ধরনের অস্বাভাবিকতা আসে। এমন কান্ড জ্ঞানহীন আচরণকেই ভীমরতি বলে। তাই অন্য কেউ নির্বোধের মতো আচরণ করলে তাকে ভীমরতি করা বলে।

কী হয় ভীমরতি?  কেন হয় ভীমরতি?

ভীমরতির আরও একটা মানে রয়েছে। রতি শব্দের আরেকটি অর্থ হল যৌনক্ষুধা। অর্থাৎ ভীমরতি মানে হল অতিরিক্ত যৌন ক্ষুধা।

Your email address will not be published. Required fields are marked *

Related Posts